লকডাউনে কর্মহীন হয়ে পড়া মানুষদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
আজ বুধবার দুপুরে রাঙামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন খাদ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার।
এ সময় তিনি বলেন, করোনার এমন পরিস্থিতিতেও সরকার পাহাড়ের মানুষের সহায়তার হাত বাড়িয়েছেন। কর্মহীন মানুষ যাতে খাদ্য সংকটে না পড়েন সে বিষয়ে নজরদারিতা বাড়িয়েছে সরকার। বর্তমান সরকারের কারণে পাহাড়ে যেমন ব্যাপক উন্নয়ন হয়েছে, ঠিক তেমনি দরিদ্রতাও কমেছে। সরকারের এ সফলতা ধরে রাখতে সবাইকে শান্তি সম্প্রীতি বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এসময় রাঙামাটি জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, জেলা পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল তাপস রঞ্জন ঘোষ, উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজম উপস্থিত ছিলেন।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে- ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি তেল, ১ কেজি লবণসহ সাবান, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।
বিডি প্রতিদিন/আবু জাফর