অসহায় এক বিধবা নারীর ধান কেটে দিলেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলা ছাত্রলীগ। আজ (২৯ নন্নী ইউনিয়নের কুতুবাকুড়া গ্রামের বিধবা মহিলা মাজেদা বেগমের ৫০ শতাংশ জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন। উপজেলা ছাত্রলীগ জানায়, শেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার নির্দেশনায়,নালিতাবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজ ও সাধারণ সম্পাদক আনিছুর রহমান আনারুল নেতৃত্বে অসহায় বিধবা মহিলার ধান কেটে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন শেরপুর জেলা ছাত্রলীগের উপ-মানব সম্পদ উন্নয়ন সম্পাদক সাব্বির আহমেদ বাদশা, শেরপুর জেলা ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক সম্পাদক সা'আদ আল জুনাইদ, নালিতাবাড়ী উপজেলা ছাত্রলীগ নেতা তাওহিদুজ্জামান রানা, নাজমুল আহসান প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন