বরিশালের গৌরনদী উপজেলার টরকীর চরে বেদে পল্লীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ৫টি বসত ঘর ভাঙচুর এবং ৫ জন আহত হয়। বৃহস্পতিবার এবং আজ শুক্রবার এই হামলা-সংঘর্ষের ঘটনা ঘটে। ফের অনাকাংখিত ঘটনা রোধে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেদে পল্লীর নাসির সরদার ও স্বপন তালুকদারের মধ্যে বিরোধ চলে আসছিলো। এর জের ধরে গত বৃহস্পতিবার বিকেলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ২ নারীসহ ৩ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
ওই ঘটনার জের ধরে গতকাল শুক্রবার সকালে ফের উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে আরও ২ জন আহত হয়। এ সময় ওই পল্লীর ৫টি ঘর ভাঙচুর হয়। সংঘর্ষে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ফের যে কোন অনাকাংখিত পরিস্থিতি মোকাবেলায় বেদে পল্লীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে।
এদিকে শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র দাস ও অতিরিক্ত পুলিশ সুপার আ. রব হাওলাদার বেদে পল্লীর ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় উভয় পক্ষকে শান্ত থাকতে অনুরোধ করেন তারা।
গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, হামলা সংঘর্ষের ঘটনায় কোন পক্ষ থানায় লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রনে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/আল আমীন