ফরিদপুরে ইজি বাইকের নিচে চাপা পড়ে মারা গেছে সাত বছরের এক শিশু। শুক্রবার সকাল ১০টার দিকে ফরিদপুর সদরের মাচ্চর ইউনিয়নের ঈশান গোপালপুর-ধুলদী সড়কের ধুলদীর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম আপন পাল।
সে ফরিদপুর সদরের মাচ্চর ইউনিয়নের ধুলদী গ্রামের প্রজেনজিৎ পালের ছেলে। শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। দুই ভায়ের মধ্যে আপন ছোট। শিশুটির বাবা প্রজেনজিৎ পাল সঙ থিয়েটার নামে ফরিদপুরের শহরের একটি নাট্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি। শিশুটির মা মিতা রানী পাল ঈশান বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক।
এলাকাবাসী সূত্রে জানা যায়, আপন পাল নামের শিশুটি সড়ক পাড় হওয়ার সময় ঈশান গোপালপুরগামী একটি ইজিবাইক চাপা দিলে সে মারাত্মকভাবে আহত হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় শিশুটি।
ফরিদপুর কোতয়ালী থানার এসআই বিল্লাল হোসেন বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ দেওয়া হয়নি।
বিডি প্রতিদিন/আল আমীন