কক্সবাজারের টেকনাফ মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের শীলবনিয়া পাড়া মসজিদ মার্কেটের সামনে এস আই যায়েদ হাসানের নেতৃত্বে একদল পুলিশ ১ হাজার ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটককৃত নারী হলেন হ্নীলা জাদিমুড়া শালবাগান ক্যাম্পের রোহিঙ্গা আমির আহমদের মেয়ে নুর বেগম (১৮)। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, টেকনাফ মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে টেকনাফের শীলবনিয়া পাড়া এলাকা থেকে নুর বেগমকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১ হাজার ইয়াবা জব্দ করা হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন