দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের ঘোড়াঘাটে এক অজ্ঞাত ব্যক্তির হাত পা ও মাথা থেতলে যাওয়া লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত দেড় টার দিকে জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে জনৈক এক ট্রাক চালক অবহিত করলে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা যৌথভাবে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের নুরজাহানপুর নামক স্থান থেকে লাশ উদ্ধার করে রাত সাড়ে ৩ টার দিকে থানায় নিয়ে আসে।
ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ মো. আজিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে সম্ভবত সড়ক দুর্ঘটনার কারনে হাত পা ও মাথা থেতলে গিয়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। সে পাগল প্রকৃতির এবং এ এলাকায় ঘুরে বেড়াতো। সুরতহাল রির্পোটে লাশের মাথায় জটা চুল গলায় নানা ধরনের ফিতা ও কালো রাবারের বেল্ট পরা ছিল। বয়স আনুমানিক ৪৫-৫০ বছর হতে পারে।
বিডি প্রতিদিন/আল আমীন