করোনায় আক্রান্ত হয়ে শ্বাসকষ্টে থাকা রোগীদের জন্যে বিনামূল্যে অক্সিজেন সরবরাহের উদ্যোগ নিয়েছেন নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ খান।
এ উপলক্ষে পৌর ভবনে স্থাপন করা হয়েছে পৌর মেয়র অক্সিজেন ব্যাংক। বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে এ অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করেন তিনি।
এসময় মেয়র জানান, পৌরসভার অক্সিজেন ব্যাংক থেকে করোনায় আক্রান্ত হয়ে শ্বাসকষ্টে থাকা যেকোনো রোগী সেবা নিতে পারবেন। অক্সিজেনের অভাবে যাতে কোনো রোগীর মৃত্যু না হয় এ জন্যই তার এমন উদ্যোগ। করোনার সংক্রমণ যতদিন থাকবে, ততদিন এ সেবা অব্যাহত থাকবে।
একই সময় পৌরসভার হতদরিদ্র মানুষের জন্য প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা প্রদান করা হয়। পৌর এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে এ অর্থ বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এমআই