পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৌর এলাকার দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ তহবিল থেকে বরাদ্দকৃত নগদ অর্থ বিতরণ করছে মেহেরপুর পৌরসভা।
শুক্রবার সকালে মেহেরপুর পৌরসভা চত্বরে এ অর্থ বিতরণের কার্যক্রম উদ্ধোধন করেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।
মেহেরপুর পৌরসভার ৯টি ওয়ার্ডের ৪ হাজার ৬২১ পরিবারকে নগদ ৪৫০ টাকা করে দেয়া হচ্ছে। প্রথম দিনে পৌরসভার ১, ২,ও ৩ নম্বর ওয়ার্ডের এলাকার দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে অর্থ বিতরণ করা হয়।
এসময় প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর আল মামুন, মীর জাহাঙ্গীর হোসেন, সদর উপজেলা যব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুণ্ড প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন