৮ মে, ২০২১ ২২:৪০

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে তীব্র যানজট

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে তীব্র যানজট

যানবাহনের অতিরিক্ত চাপের কারনে বঙ্গবন্ধু সেতুপশ্চিম পাড়া থেকে নলকা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। 

দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে দিনে ফেরি চলাচল বন্ধসহ পণ্যবাহী ট্রাক, ব্যক্তিগত গাড়ির চাপের কারনে এ যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া রাস্তা মেরামতের কারনে রাস্তা সংকুচিত হওয়ায় যানজটের মাত্রা আরও বেড়েছে। এতে যে সমস্ত মানুষ পণ্যবাহী ট্রাকে, প্রাইভেটকার, মাইক্রোবাসে করে স্বজনদের সাথে ঈদ করতে বাড়ি ফিরছেন তারা চরম ভোগান্তি পড়েছেন।

কামারখন্দ সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার শাহীনুর কবীর জানান, যানবাহনের চাপ বাড়ায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। আবার কখনও যানজট কমে ধীর গতিতে চলছে। যানজট নিরসনে কাজ করছে পুলিশ। 

তিনি জানান, দুরপাল্লার কোন বাস ও মাইক্রোবাস এবং ট্রাকে করে যাত্রী নিয়ে ঢাকা যাওয়ার চেষ্টা করলে সে সমস্ত যানবাহন বঙ্গবন্ধু সেতু পশ্চিমে আটকে দেয়া হচ্ছে।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর