ভারতের করোনা যুদ্ধে বি টাউন তারকাদের সাহায্য অব্যাহত। একের পর এক সাহায্যের হাত নিয়ে এগিয়ে এসেছেন তারকারা। করোনা মোকাবিলায় ২ কোটি টাকা দান করলেন বলিউডের 'বিগ বি' অমিতাভ বচ্চন। দিল্লির রাকাবগঞ্জ গুরুদ্বরা কোভিড-১৯ কেয়ার ফেসিলিটিতে এই অর্থ অনুদান দিয়েছেন তিনি।
সোমবার (১০ মে) থেকে পরিষেবা দেওয়া শুরু করেছে রাকাবগঞ্জ কোভিড-১৯ কেয়ার ফেসিলিটি। ৩০০টি শয্যা, অক্সিজেন কনসেনট্রেটর, ডাক্তার, অ্যাম্বুলেন্স রয়েছে এই কোভিড কেয়ারে। করোনা রোগীদের জন্যে গঠিত এই কোভিড কেয়ারের সকল পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে পাবে রাগীরা। করোনা সংকটের সময় অমিতাভ বচ্চনের এইরূপ অর্থ সাহায্য পেয়ে তাকে ধন্যবাদ জানিয়েছেন গুরুদ্বরার সভাপতি।
মঞ্জিন্দর বলেছেন, দিল্লি যখন অক্সিজেনের জন্যে ধুঁকছিল, সেই সময় অমিতাভ বচ্চন প্রায় আমায় ডেকে পাঠিয়ে খোঁজ নিয়েছেন আমাদের কোভিড-১৯ কেয়ার ফেসিলিটি গঠনের কাজ কত দূর এগিয়েছে। দিল্লির হাসপাতাল গুলিতে অক্সিজেনের ঘাটতির হওয়ায় কোভিড সেন্টারের জন্যে বিগ বি অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিয়েছেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত