১৩ মে, ২০২১ ২০:৪১

এবার দিনাজপুরের গোর-এ শহীদ বড় মাঠে ঈদ জামাত হচ্ছে না

দিনাজপুর প্রতিনিধি:

এবার দিনাজপুরের গোর-এ শহীদ বড় মাঠে ঈদ জামাত হচ্ছে না

করোনার কারণে দিনাজপুরের গোর-এ শহীদ ময়দানে গত বছরের ন্যায় এবারও হচ্ছে না ঈদের জামাত। এই মাঠে একসঙ্গে ৬ লক্ষাধিক মুসল্লির ঈদের নামাজ আদায়ের সুযোগ রয়েছে। করোনা মহামারির কারণে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশে গত বছরের মতো এবারও ঈদগাহ কিংবা খোলা মাঠে ঈদের জামাত পড়া যাবে না। তাই এবারও এই বৃহত্তম মাঠে ঈদের নামাজ হচ্ছে না।

পুলহাট এলাকার একজন বলেন, আমরা যেখানেই নামাজ পড়ি, মহান আল্লাহর কাছে চাই যে, আগামীবার যেন এই মাঠে নামাজ আদায় করতে পারি।

উল্লেখ্য, বৃহৎ এ ঈদগাহে দৃষ্টিনন্দন ঈদগাহ মিনারে রয়েছে ৫২টি গম্বুজ। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় ৩ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে নান্দনিক এ ঈদগাহ মিনার। মিনার কেন্দ্রীক মাঠের আয়তন ২০ থেকে ২২ একর। তবে মাঠের মধ্যে আরও কিছু স্থাপনা অপসরণের কাজ চলছে। যা শেষ হওয়ার পর পুরো মাঠের আয়তন হবে ৬৫ একর। 

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর