বরিশালে পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে এক যুবককে মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করা হয়েছে। আহত অবস্থায় তাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সদর উপজেলা শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও তার অনুসারীদের দায়ী করেছে আহতের স্বজনরা।
শনিবার রাত ৮টার দিকে বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের মোল্লাবাড়ি ষ্ট্যান্ডে এ ঘটনা ঘটে। আহতের নাম রুহুল কুদ্দুস রাহাত। সে ওই এলাকার বাসিন্দা।
রাহাতের স্বজনরা জানায়, বরিশাল সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান সুজন তার অনুসারীদের নিয়ে রাহাতের বাড়িতে হামলা চালায়। তারা তাকে মারধর করে এবং হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান সুজন মুঠোফোনে সাংবাদিকদের বলেন, রাহাত টাকা নিয়ে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছিল। হামলার অভিযোগ অস্বীকার করেন তিনি।
এ ঘটনায় অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন বিএমপি’র বন্দর থানার ওসি মো. আনোয়ার হোসেন তালুকদার।
বিডি প্রতিদিন/এ মজুমদার
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        