১৬ মে, ২০২১ ১১:৫৬

ভাড়া নিয়ে তর্কবিতর্ক, ভ্যানচালকের থাপ্পড়ে প্রাণ গেল যাত্রীর!

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

ভাড়া নিয়ে তর্কবিতর্ক, ভ্যানচালকের থাপ্পড়ে প্রাণ গেল যাত্রীর!

বেশি ভাড়া দিতে রাজি না হওয়ায় ভ্যানচালক বাদশা মন্ডলের থাপ্পড়ে তফিজ মন্ডল (৭৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। 

শনিবার রাত ৯টার দিকে বগুড়া জেলার কাহালু উপজেলার ভালশুন গ্রামের আলোক ছত্বর এলাকায় এ ঘটনা ঘটে।

কাহালু থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত তফিজ মন্ডল কাহালু উপজেলার ভালশুন আলোক ছত্বর এলাকার মৃত মন্ডলের ছেলে।
থানা পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, রাতে তফিজ মন্ডল কাজ শেষে বাড়িতে আসার জন্য বাদশার ভ্যানে চড়ে আলোক ছত্বর আসেন। পরে তফিজ মন্ডল ১০ টাকা ভাড়া ভ্যানচালক বাদশাকে দেন। ভ্যানচালক বাদশা ১৫ টাকা ভাড়া চাইলে তাদের মাঝে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে বাদশা তার ভ্যানের যাত্রী তফিজ মন্ডলকে সজোরে থাপ্পড় মারেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।

এ বিষয়ে কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন জানান, এখনও পর্যন্ত কোনও মামলা হয়নি। তবে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর