১৬ মে, ২০২১ ১৯:২১

আলফাডাঙ্গায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

আলফাডাঙ্গায় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি

ফরিদপুরের আলফাডাঙ্গার গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোনায়েম খানসহ সব নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা এই মামলাকে রাজনৈতিক প্রতিহিংসামূলক ও দলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ বলে অভিযোগ করেছেন। সেই সঙ্গে, উপজেলার পবনবেগ গ্রামে সেকেন্দার আলম শেখের ওপর হামলার ঘটনায় প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তারা।   

রবিবার বেলা ১১টায় গোপালপুর বাজারে এক মানববন্ধনে এই দাবি তোলেন তারা। মানববন্ধনে আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ, গোপালপুর ইউনিয়ন আওয়ামী, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। 

৬ মে সন্ধ্যায় গোপালপুর ইউনিয়নের বাসিন্দা সেকেন্দার আলম শেখের ওপর উপজেলার পবনবেগ এলাকায় সন্ত্রাসী হামলা হয়। ওই হামলার ঘটনায় সেকেন্দার আলম বাদি হয়ে আলফাডাঙ্গা থানায় একটি মামলা করেন। মামলায় মোনায়েম খানসহ স্থানীয় আওয়ামী লীগের সাতজন নেতাকর্মীদের আসামি করা হয়। সেকেন্দার আলম স্থানীয় একটি পত্রিকার সম্পাদক। 

কর্মসূচিতে বক্তারা সেকেন্দার আলম শেখের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান। সেই সঙ্গে, প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। তবে প্রকৃত দোষীদের আড়াল করার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছেন বলেও অভিযোগ করেন তারা।  

বক্তব্য রাখেন আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলীম সোজা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফ উদ্দিন তারা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রউফ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইকবাল হাসান চুন্নু, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম রেজা প্রমুখ।  

গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা সুজা মিয়ার সভাপতিত্বে ও সহ-সভাপতি খান আমিরুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে আরও বক্তব্য দেন, গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন আহমেদ, গোপালপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা কবীর মিয়া, সাধারণ সম্পাদক জামাল সরদার, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলী, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ইনামুল হাসান, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. রবিউল ইসলাম বাবু, আওয়ামী লীগ নেতা খান নবাব আলী, আব্দুল বাতেন মিয়া, গোপালপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তা বেগম, ইউনিয়ন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক বিউটি বেগম। 

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর