১৬ মে, ২০২১ ১৯:৪৯

কলমাকান্দায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

নেত্রকোনা প্রতিনিধি:

কলমাকান্দায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

নেত্রকোনার কলমাকান্দায় স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো একটি বাল্য বিয়ে। দশম শ্রেণির শিক্ষার্থীটি রক্ষা পেয়েছে বাল্যবিবাহের হাত থেকে। রবিবার উপজেলার রংছাতি ইউনিয়নের বেস্তপুর গ্রামে বিয়ের আয়োজিত ওই ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা।

ইউএনও জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে তিনি জানতে পারেন এক দশম শ্রেণিতে পড়ুয়া মেয়ের বিয়ের আয়োজন করা হয়েছে। বর একই ইউনিয়নের বারোমারা গ্রামের এক যুবক। তার সাথে রবিবার রাতে বিয়েটি হওয়ার কথা ছিল। দুপুরে তিনি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পপি রানী তালুকদার ও পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হন। তাদের দেখে মেয়ের বাবাসহ অন্যরা বাড়ি থেকে পালিয়ে যান। এছাড়া বাকীদের আটক করেন। পরে মেয়েটির মা ১৮ বছরের আগে তাকে বিয়ে দেবে না মর্মে লিখিত মুচলেকা দিয়ে ছাড়া পান।

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর