১৬ মে, ২০২১ ২১:৩৯

হাতুড়ি দিয়ে মাথা ফাটিয়ে দেয়ার ঘটনায় ছাত্রলীগ নেতাসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

হাতুড়ি দিয়ে মাথা ফাটিয়ে দেয়ার ঘটনায় ছাত্রলীগ নেতাসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা

বরিশালে পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে এক ব্যক্তিকে হাতুুড়ি দিয়ে পিটিয়ে জখম করার ঘটনায় সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ৩০ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। এদিকে হামলায় আহত রুহুল কুদ্দুস রাহাতকে গুরুতর অবস্থায় ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ ঘটনায় পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো মামলার ৫ নম্বর আসামী খালিদ হোসেন রবিন এবং অপরজন মেহেদী হাসান। 

বিএমপি’র বন্দর থানা পুলিশ জানায়, গত শনিবার রাতে হামলায় আহত রাহাতের পিতা গোলাম কবির বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় সদর উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মো. আশিকুর রহমান সুজনকে প্রধানসহ ৫ জনের নামোল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ২৫ জন ব্যক্তিকে আসামী করা হয়েছে। মামলায় তাকে হাতুড়ি পেটা করে হত্যার চেস্টার অভিযোগ করা হয়েছে। 

উল্লেখ্য, পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে গত শনিবার রাত ৮টার দিকে সদর উপজেলার সাহেবেরহাট এলাকায় রুহুল কুদ্দুস রাহাত নামে এক ব্যক্তিকে হাতুড়িপেটা করে গুরুতর আহত করে ছাত্রলীগ নেতা সুজনসহ তার সহযোগীরা।

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর