বগুড়ার নন্দীগ্রাম উপজেলার হতদরিদ্রদের ১০ টাকা কেজির ১৬৮ বস্তা চাল কেলেঙ্কারি মামলায় সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের (বহিস্কৃত) নেতা আনছার আলী (৪৫)-কে ফের গ্রেফতার করেছে পুলিশ ।
গতকাল সোমবার (১৭ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার সিমলা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আনছার আলী উপজেলার ভাগ সিমলা গ্রামের মৃত কাজেম উদ্দিনের ছেলে ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি।
পুলিশ জানায়, খাদ্যবান্ধব কর্মসূচির (১০ টাকা কেজি) বিপুল পরিমাণ চাল মজুত করার খবর পেয়ে গত বছরের ১১ এপ্রিল রাতে উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আনিছুর রহমানের সিমলা গ্রামের বাড়িতে অভিযান চালায় র্যাব সদস্যরা। অভিযানে বাড়িতে ৫৮ বস্তা ও তার গোডাউন তল্লাশি চালিয়ে আরও ১১০ বস্তা চাল উদ্ধার করে।
এসময় র্যাব সদস্যরা আওয়ামী লীগ নেতা আনিছুর রহমান ও তার সহযোগী আনছার আলীকে গ্রেফতার করেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়। সেই মামলায় চলতি বছরের গত ৪ এপ্রিল আদালতে হাজির না হওয়ায় আনছার আলীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। সেই থেকে তিনি পলাতক ছিলেন।
এদিকে, গত বছরের ১২ এপ্রিল সরকারি চাল আত্মসাতের অভিযোগে ও দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন করায় নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থেকে আনিছুর রহমান ও ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনছার আলীকে বহিষ্কার করা হয়। এ বিষয়ে নন্দীগ্রাম থানার এসআই চান মিয়া চাল কেলেঙ্কারি মামলায় তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/তাফসির আব্দুল্লাহ