বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়িতে মাইক্রোবাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। নিহত বাবুল শেখ সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের শাহজামালের ছেলে। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ মোসাদ্দেক হোসেন জানান, ঢাকাগামী একটি মাইক্রোবাস কোনাবাড়ী এলাকায় পিছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে চালক বাবুল ও আরোহী তার ভাই তরিকুল ইসলাম গুরুতর আহত হয়। গুরুত্বর অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় বাবুল মারা যায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার