রাজধানীর খিলগাঁওয়ে নাসরিন আক্তার বৃষ্টি নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। নিহত নাসরিন পিরোজপুর জেলার সদর থানার উত্তরভাইজুড়া গ্রামের মশিউর রহমানের মেয়ে। রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়া মধ্যপাড়া এলাকার একটি ভাড়া বাড়িতে স্বামীর সঙ্গে থাকতেন তিনি।
বৃহস্পতিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ।
নাসরিনের বাবা মশিউর রহমান বলেন, বৃহস্পতিবার বিকাল চারটার দিকে নাসরিন ফোন করে তাকে বাড়ি নিয়ে যেতে বলেন। এরপর রাত আটটার দিকে ফোন করে মেয়ের মৃত্যুর খবর পান তিনি। শুক্রবার ফজরের নামাজের সময় ঢাকা মেডিকেলের মর্গে গিয়ে মেয়ের লাশ দেখতে পান মশিউর রহমান।
খিলগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুকুল আলম বলেন, এ ঘটনায় নিহতের স্বামী নুরুজ্জামান এবং শাশুড়ি কমলা বেগমকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন