সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের শেলা নদীতে রবিবার সকালে অবৈধ ভাবে মাছ শিকারের সময় নেট জাল আটক করেছে বন বিভাগ। এসময়ে জেলেরা পালিয়ে যেতে সক্ষম হলেও তাদের ফেলে যাওয়া ১০টি নিষিদ্ধ নেট জাল আটক করে পরে তা আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের এসিএফ (সহকারী বন সংরক্ষক) মো. এনামুল হক জানান, নিষিদ্ধ নেট জাল দিয়ে মাছ শিকার করা বেআইনি। কারণ এ ধরণের জালে এক ইঞ্চিরও কম ফাঁস থাকে। যে কারণে এটি দিয়ে মাছ ধরলে অন্যান্য প্রজাতির বিপুল পরিমাণ মাছ ও পোনা মারা যায়।
অবৈধ নেট জাল দিয়ে কতিপয় অসাধু জেলে রবিবার সকালে মাছ শিকার করছে- এমন খবরের ভিত্তিতে বনের শেলা নদীতে অভিযান চালিয়ে ১০টি জাল আটক করা হয়। তবে এ সময় জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এসব নেট জাল দুপুরে পুড়িয়ে ফেলা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় চাঁদপাই স্টেশন কর্মকর্তা (এসও) মো. ওবায়দুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে বন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর