নেত্রকোনার কেন্দুয়া উপজেলার প্রত্যন্ত এলাকায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জলাশয় ইজারাদারদের বিরোধে দুইদল গ্রামবাসীর সংঘর্ষে কমপক্ষে অর্ধশত লোক আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৭৩ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে। মঙ্গলবার সন্ধ্যায় জেলার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের বাট্টা ভাটিপাড়া ও চংনওগাঁও গ্রামবাসীর মাঝে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
কেন্দুয়া থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, গ্রামের কিছু মানুষ সমিতির মতো করে একটি ফিশারি লিজে নিয়েছে। এটি থেকে উত্তোলিত টাকা দিয়ে গ্রামের বিভিন্ন কাজ করে। গত পাঁচ বছরে ৫ লাখ টাকা জমা হয়েছে। এই টাকার হিসাব নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে। মামলা ছিল। পূর্ব শত্রুতা, এলাকায় অধিপত্য বিস্তারসহ নানা কারণে এরা সংঘর্ষে জড়িয়েছে।
প্রায় ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে চংনওগাঁও ও বাট্টা ভাটিপাড়ার কয়েকটি দোকানপাট ও বাড়ি ঘরে হামলা ভাংচুরের ঘটনাও ঘটে। খবর পেয়ে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) একেএম মনিরুল ইসলামসহ অন্যরা ঘটনাস্থলে পৌঁছে ৬ রাউন্ড টিয়ার সেল ও ৭৩ রাউন্ড ফাকা গুলি বর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কাউকে আটক হয়নি।
বিডি প্রতিদিন/আবু জাফর