২৯ মে, ২০২১ ১৫:০৩

নাটোরে করোনার সংক্রমণ ঠেকাতে কঠোর অবস্থানে পুলিশ

নাটোর প্রতিনিধি

নাটোরে করোনার সংক্রমণ ঠেকাতে কঠোর অবস্থানে পুলিশ

নাটোরে নতুন করে করোনার সংক্রমণ ঠেকাতে জেলা পুলিশ ও জেলা প্রশাসন রয়েছে কঠোর অবস্থানে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন। আজ শনিবার দুপুরে সাড়ে শহরের কেন্দ্রীয় মসজিদ মার্কেট, ছায়াবানী মোড়, নীচাবাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনাকালে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহাসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, শহরে করোনার সংক্রমণ বেশি হওয়ায় শহরের বিভিন্ন স্থানে স্পেশাল টিমসহ ৬টি মোবাইল টিম কাজ করছে। শহরের প্রবেশদ্বারগুলোতে এবং গণপরিবহণগুলোতে মাস্ক নিশ্চিত করতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহীর পর নাটোরে করোনার সংক্রমণ বেশি হওয়ায় জেলায় করোনা সংক্রমণ ঠেকাতে জেলা ও পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। গতকাল নাটোরে ৪৪ জন নতুন করে করোনা সংক্রমিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন কাজী মিজানুর রহমান।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর