স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে সিরাজগঞ্জে ইসলামী আন্দোলন, বাংলাদেশ ঝটিকা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৩ জুন) সকাল ১১টায় বাজার ষ্টেশনে মানববন্ধন কর্মসূচির আয়োজনের শুরুতে পুলিশ ছত্রভঙ্গ করে দেয়। পরে বাজার ষ্টেশনের দক্ষিণ পাশে সংক্ষিপ্ত আকারে মানববন্ধন করা হয়। মানববন্ধনে দাঁড়ানোর কিছুক্ষন পরই ধাওয়া দিয়ে সেখানেও মানববন্ধন পণ্ড করে দেয় পুলিশ।
এসময় মানববন্ধনে ব্যবহৃত মাইক সেট জব্দ করা হয়েছে বলে ইসলামী আন্দোলনের নেতারা দাবি করেছেন। ঝটিকা মানববন্ধনে বক্তারা সরকারের প্রতি স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে প্রতিষ্ঠান খুলে দেয়ার আহ্বান জানান। একই সাথে মানববন্ধনে পুলিশ বাধা দেয়ায় প্রতিবাদ ও তীব্র নিন্দা জ্ঞাপন করেন।
জেলা সভাপতি মুফতি মুহিবুল্লাহর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলার সেক্রেটারী মাওলানা আল মামুন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার জুবায়ের ইসলাম, প্রচার সম্পাদক শহীদ আমিন, দফতর সম্পাদক আব্দুল কুদ্দুস, মাওলানা রেজাউল প্রমুখ। মানববন্ধনে জেলা ও থানার নেতৃবৃন্দ ও কর্মীরা অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত