বগুড়ায় প্রায় ৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানোর লক্ষ্যে দুই সপ্তাহের কর্মসূচি শুরু হয়েছে। শনিবার সকাল সোয়া ৯টায় ১৫ দিন ব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক।
বগুড়া জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, বগুড়া জেলায় ৪ লাখ ৯৬ হাজার ৯০৪ জন শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে। ৫ জুন থেকে আগামী ১৯ জুন পর্যন্ত ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন’ চলবে। স্বাস্থ্যবিধি মেনে শিশুদের টিকা খাওয়ানো হবে। অভিভাবকদের টিকা খাওয়ানোর ক্যাম্পে মাস্ক পরিধান করে ও অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধও জানানো হয়েছে।
বগুড়া জেলায় ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৫৭ হাজার ৪৩৪ জন শিশু এবং ১২ মাস হতে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৩৯ হাজার ৪৭০ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে টিকা খাওয়ানো হবে। মোট ২ হাজার ৭৮৬টি কেন্দ্রে কার্যক্রম চলবে টানা ১৪ দিন ১৯ জুন পর্যন্ত।
এর মধ্যে বগুড়া পৌর এলাকার ২১টি ওয়ার্ডে ১০৩টি কেন্দ্রে, পৌর এলাকার ভ্রাম্যমাণ জনগোষ্ঠীর জন্য ২৪টি কেন্দ্র। পৌর এলাকায় মোট ২৭ হাজার ১৮ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সদর উপজেলার ১১টি ইউনিয়নের ৩৩টি ওয়ার্ডে ২৬৪টি ক্যাম্পে এবং ২৬৫টি অস্থায়ী কেন্দ্রে ৫৩০ জন টিকাদান কর্মী অংশগ্রহণ করবে।
কর্মসূচির উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা, জেলা সিভিল সার্জন ডা. গওসুল আজিম চৌধুরী, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সামির হোসেন মিশু, পৌরসভার কাউন্সিলর তরুণ কুমার কবিরাজ, এরশাদুল বারী এরশাদ, এনামুল হক সুমন, শাহিনুর আক্তার শানু, ফারুক সখিনা শিখা, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, রোটারিয়ান মোস্তাফিজার রহমান।
বিডি প্রতিদিন/আবু জাফর