টাঙ্গাইলে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন টাঙ্গাইর-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নুরুল আমিন মিঞা, সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান, হাসপাতালের উপ-পরিচালক খন্দকার সাদিকুর রহমানসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাব উদ্দিন খান জানান, জেলার ৫ লাখ ১৫ হাজার ৮৪০ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৫৯ হাজার ৪৫ শিশুর মধ্যে একটি করে নীল রংয়ের (১ লাখ আই ইউ) ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৪ লাখ ৫৬ হাজার ৭৯৫ শিশু মাঝে লাল রংয়ের (২ লাখ আই ইউ) ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
এসময় তিনি আরও বলেন, প্রত্যেকটি ওয়ার্ডে ৮টি করে জেলায় তিন হাজার ১০টি কেন্দ্রে সাত হাজার ২৩৭ জন কর্মী নিয়োজিত রয়েছেন। ইতোমধ্যে উপজেলা পর্যায়ে দুই ধরনের ভিটামিন এ প্লাস ক্যাপসুল, প্রয়োজনীয় মাস্ক, কাঁচি, পুষ্টি পতাকা ও অন্যান্য লজিস্টিক সরবরাহ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর