রূপগঞ্জ সীমান্তবর্তী রাজধানী ঢাকার ডেমরার পূর্ব হাজীনগরের জনবহুল আবাসিক এলাকায় ময়লার ডাম্পিং স্টেশন করার প্রতিবাদে মানববন্ধন করেছেন মাদ্রসা শিক্ষার্থী ও এলাকাবাসী।
মঙ্গলবার সকালে ডিএসসিসি’র ৬৮নং ওয়ার্ডের পূর্ব হাজীনগর এলাকায় ময়লার ডাম্পিং স্টেশনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহনকারীরা জানায়, ময়লার ডাম্পিং স্টেশনের পশ্চিম দিকে জনবহুল আবাসিক এলাকা, দক্ষিণ দিকে মাদ্রাসা, মসজিদ ও আবাসিক এলাকা, পূর্ব দিকে ঢাকা ওয়াসার পানির খাল এবং উত্তর দিকে নির্মিতব্য ১৩তলা বিশিষ্ট পুলিশ হাউজিং প্রজেক্ট। ওই এলাকায় ময়লার ডাম্পিং স্টেশন হলে দুর্গন্ধে মানুষ বসবাস করতে পারবে না এবং পরিবেশ বির্পযয় ঘটবে। এছাড়া ময়লার এ ডাম্পিং এলাকায় প্রশস্থ ও বিকল্প রাস্তা না থাকায় এখানে সব সময় যানজট লেগে থাকবে বলে আশঙ্কা করা হচ্ছে। অবিলম্বে এ ময়লার ডাম্পিং অপসারণ না করা হলে কঠোর আন্দেলন গড়ে তোলা হবে বলে জানান মানববন্ধনে অংশগ্রহণকারী বক্তারা।
এ সময় বক্তব্য রাখেন স্থানীয় হাজী মোয়াজ্জেম আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি কামরুল আলম বেলাল, দারুল কোরআন মাদ্রসার সভাপতি হাজী নুরুল হুদা, ইসলামিয়া র্যাডিয়েন্ট স্কুলের সভাপতি কাজী মাওলানা মফিজুল ইসলাম, পূর্ব হাজীনগর জামে মসজিদের সভাপতি হাজী নুরুল ইসলাম হাওলাদার, লিটন মেম্বার, মিলন খন্দকার, সোলায়মান হোসেন সুমন, মনির হোসেন রমনা প্রমুখ।
বিডি প্রতিদিন/কালাম