সোনাতলা উপজেলা ডাকঘরের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে প্রধান অতিথি হিসেবে এ কাজের উদ্বোধন করেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান।
ডাক অধিদপ্তরের বাস্তবায়নে তিনতলা ভিত্তিসম্পন্ন প্রথম তলার এ পুনর্নির্মাণ কাজটি সম্পন্ন হবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মিনহাদুজ্জামান লীটন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, উপজেলা শিক্ষা অফিসার রবীন্দ্রনাথ সাহা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শাহিদুল বারী খান রব্বানী, পোস্ট মাস্টার বকুল মিয়া, আওয়ামী লীগ নেতা আব্দুল আজিজ, উপজেলা যুবলীগের সভাপতি ফিদা হাসান খান টিটো, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শাহনেওয়াজ তালুকদার বাবু, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোমিনুল ইসলাম মোমিন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুল হাসান রতন।
বিডি প্রতিদিন/হিমেল