নোয়াখালীতে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। গত ১ মাসে সুবর্ণচরে ৩ জনের মৃত্যু এবং নোয়াখালী জেনারেল হাসপাতালে শিশু সহ ৫ জনের মৃত্যুসহ জেলায় মোট ১০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৩ শতাধিক। গড়ে প্রতিদিন ৩০/৪০ জন হাসপাতালে ভর্তি হচ্ছেন।
আজ সকালে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়েছে ৩৬ জন এবং নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ জন।
নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার ও সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শায়লা সুলতানা জানান, অনাবৃষ্টি, খরা ও বেড়িবাঁধ না থাকায় জোয়ারের পানি পুকুরে ঢুকে পুকুরের পানি দূষিত হয়ে পড়ায় ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। গত ১ মাসে ১০ জনের মৃত্যু হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন