গাজীপুরের কালিয়াকৈরে পৌরসভার উদ্যোগে সোমবার দুপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
পৌরসভার কালামপুর ও চান্দরা উত্তরপাড়া ( নয়াপাড়া) এলাকায় আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত ২৬ জন ভাড়াটিয়াদের প্রত্যেক পরিবারকে ৫ হাজার টাকা করে এবং চারজন বাড়ির মালিককে ১০ হাজার করে মোট ১ লাখ ৭০ হাজার টাকা অর্থ প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল আলম তালুকদার, ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শামসুল আলম সরকার ও ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কাশেমসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী।
বিডি প্রতিদিন/এমআই