গাজীপুর জেলা কারাগারে বন্দি এক কয়েদীকে ইয়াবা সরবরাহ করতে গিয়ে এক যুবক কারারক্ষীদের হাতে ধরা পড়েছে। সোমবার গাজীপুর জেলা কারাগারের সুপার মো. বজলুর রশিদ আকন্দ এ তথ্য জানিয়েছেন। তার নাম সজিব হোসেন (৪০)। তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের সদর থানাধীন দক্ষিণ সালনা এলাকার সিদ্দিক হোসেনের ছেলে।
গাজীপুর জেলা কারাগারের সুপার মো. বজলুর রশিদ আকন্দ জানান, প্রায় ৪ মাস আগে গাজীপুর সদর থানা এলাকায় মাদকসহ গ্রেফতার হয় স্থানীয় পশ্চিম বিলাশপুর এলাকার বাবুল চৌধুরীর ছেলে জনি চৌধুরী নামের এক যুবক। ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের কারাদন্ডাদেশ দিয়ে এ কারাগারে পাঠান। রবিবার বিকেলে সজিব হোসেন কারা ক্যাম্পাসের ক্যান্টিন থেকে কিছু শুকনো খাবার কিনে কারাগারে বন্দি জনিকে সরবরাহ করতে যায়।
এ সময় সন্দেহ হলে সজিবকে তল্লাশি করে তার কাছে মাল্টিভিটামিনের একটি কৌটা পাওয়া যায়। ওই কৌটা খুলে ভিতরে পলিথিনে মোড়ানো ১৮ পিস ইয়াবা টেবলেট দেখতে পান কারারক্ষী ইমন হাসান। পরে জব্দকৃত ইয়াবাসহ সজিবকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় সদর থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন