১৫ জুন, ২০২১ ২০:৩১

নাটোরে জেলা প্রশাসককে বিদায়ী সংবর্ধনা দিলেন মুক্তিযোদ্ধারা

নাটোর প্রতিনিধি

নাটোরে জেলা প্রশাসককে বিদায়ী সংবর্ধনা দিলেন মুক্তিযোদ্ধারা

নাটোরে জেলা প্রশাসককে বিদায়ী সংবর্ধনা দিলেন মুক্তিযোদ্ধারা

জেলা প্রশাসক মো. শাহরিয়াজকে বিদায়ী সংবর্ধনা দিয়েছেন নাটোরের বীর মুক্তিযোদ্ধারা। মঙ্গলবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত বিদায় অনুষ্ঠানে কর্মস্থলের স্মৃতিচারণ করে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ।

একপর্যায়ে তার কয়েক বছরের কর্মযজ্ঞসহ নাটোরের মুক্তিযোদ্ধাদের কথা বলতে গিয়ে বলেন, অনেক বীর মুক্তিযোদ্ধার সাথে তার গভীর ও অন্তরঙ্গ সম্পর্ক গড়ে ওঠে। তিনি তাদের আপন ভেবেছেন। তারাও তাকে আপন করে নিয়েছিলেন। বয়স্কদের তিনি সম্মানের চোখে দেখেছেন। তারা তার সাথে আদরের সুরে কথা বলেছেন। তাদের কেউ কেউ ছিলেন শ্রদ্ধাভাজন। এখন তাদের ছেড়ে যেতে কষ্ট হলেও নিয়ম অনুযায়ী তাকে যেতেই হবে। তিনি যেখানেই থাকবেন জাতির এই বীর সেনানীদের হয়ে কাজ করবেন বলে অঙ্গীকার করেন।

তবে বীর মুক্তিযোদ্ধাদের জন্য অনেক কিছুই করে যেতে না পারার যন্ত্রণার কথাও বলেন তিনি। স্থানীয়ভাবে বীর মুক্তিযোদ্ধাদের জন্য একটি কল্যাণ ফান্ড করে যেতে না পারার কথাও উলে­খ করেন। মুক্তিযোদ্ধাদের সাথে তার সখ্যতা ও কর্মকান্ডের কথাও বলেন। এসব স্মৃতিচারণ করতে গিয়ে তিনি আবেগ আপ্লুত হয়ে ওঠেন। এসময় তাকে কাঁদতে দেখে মুক্তিযোদ্ধারাও আবেগ-আপ্লুত হন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সারোয়ার, বীর মুক্তিযোদ্ধা সাবেক জেলা কমান্ডার আব্দুর রউফ, হোসেন মোল্লা, হাবিবুর রহমান, নবীউর রহমান পিপলু, সফিউল আলম খান টিপু চৌধুরী, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম নান্টু প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. শাহরিয়াজকে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছাসহ ক্রেস্ট প্রদান করে বিদায় সংবর্ধনা জানানো হয়।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর