শিরোনাম
১৯ জুন, ২০২১ ১১:২৩

নেত্রকোনার দুর্গাপুরে লোকালয় থেকে অজগর সাপ উদ্ধার

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে লোকালয় থেকে অজগর সাপ উদ্ধার

নেত্রকোনার দুর্গাপুর থেকে একটি অজগর উদ্ধার করেছে সেভ দ্য এনিমেলস অফ সুসং সংগঠনের সদস্যরা।

শুক্রবার রাত বারোটার দিকে পৌর শহরের চরপাড়া এলাকার একটি বাসার দেয়াল থেকে অজগরটিকে উদ্ধার করেন তারা।

এর আগে রাতে একটি বাসার টিনের বেড়া দেয়া বাঁশের খুঁটিতে অজগরটিকে প্যাঁচিয়ে থাকতে দেখে কয়েকজন সংগঠনে খবর দেন। এ দিকে স্থানীয়রা বাঁশ ও লাঠি দিয়ে সাপটিকে মেরে ফেলার চেষ্টা করে।

তবে তাৎক্ষণিক সংবাদ পেয়ে বন্যপ্রাণী রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য এনিমেলস অফ সুসং এর সদস্যরা ঘটনাস্থল থেকে অজগরটি উদ্ধার করে নিয়ে আসে।

সংগঠনের সদস্যরা ধারনা করছেন বাড়ির পাশ দিয়ে বয়ে চলা পাহাড়ি নদী সোমেশ্বরীর পানিতে হয়তো অজগরটি ভেসে চলে এসেছে। পরবর্তীতে নিরাপদ আশ্রয়ের খোঁজে রাতের আধারে লোকালয়ে চলে আসে অজগরটি। যা প্রায় ৫ ফুট লম্বা। পরে এটিকে বনে ছেড়ে দেয়া হয়।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন  

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর