২০ জুন, ২০২১ ১৬:১৪

চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ থেকে ১৫ মণ পাঙ্গাশ পোনা জব্দ

নেয়ামত হোসেন, চাঁদপুর

চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ থেকে ১৫ মণ পাঙ্গাশ পোনা জব্দ

চাঁদপুর কোস্টগার্ড স্টেশনের টহলদল অভিযান চালিয়ে দক্ষিণাঞ্চল থেকে আসা ঢাকাগামী এমভি ফারহান-৪ লঞ্চ থেকে ৬০০ কেজি (১৫ মণ) পাঙ্গাশ পোনা জব্দ করেছে। আজ রবিবার দুপুরে কোস্ট গার্ড দপ্তরের কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক এসব তথ্য নিশ্চিত করেন।

এর আগে শনিবার দিনগত রাতে চাঁদপুর মেঘনা মোহনায় গোপন সংবাদে অভিযান চালিয়ে এসব পাঙ্গাশের পোনা জব্দ করা হয়।  

লে. কমান্ডার আমিরুল হক বলেন, গোপন সংবাদে স্টেশন কমান্ডার লে. এম সাদিক হোসেনের নেতৃত্বে চাঁদপুর মোহনায় হাতিয়া থেকে ঢাকাগামী এম ভি ফারহান-৪ লঞ্চে অভিযান চালিয়ে আনুমানিক ৬০০ কেজি পাঙ্গাশ মাছের পোনা জব্দ করা হয়। এ সময় পাঙ্গাশ মাছের পোনার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে রবিবার দুপুরে পাঙ্গাশ পোনাগুলো চাঁদপুর কোস্টগার্ড স্টেশনের কর্মকর্তারা স্থানীয় এতিমখানা ও গরীবদের মাঝে বিতরণ করেন।

পোনা বিতরণকালে জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বাকী বলেন, অসাধু জেলেরা যাতে অবৈধভাবে মাছের পোনা নষ্ট করতে না পারে সে জন্য মৎস্য অধিদপ্তর, জেলা প্রশাসন, কোস্ট গার্ড, নৌ-পুলিশসহ জনপ্রতিনিধিদের প্রচেষ্টা অব্যাহত আছে।

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর