মুজিববর্ষ উপলক্ষে সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘হৃদয়ে গ্রামবাংলা ফাউন্ডেশন’। সোমবার সকালে সংগঠনের সদস্যরা পঞ্চগড় জেলার সদর উপজেলার বিভিন্ন গ্রামে গিয়ে উন্নত জাতের আম গাছ রোপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি শুরু করে।
সংগঠনের ভলান্টিয়াররা সেপ্টেম্বর মাসের মধ্যে প্রত্যেক জেলায় ৩৩৩টি করে সারা দেশে ২১ হাজার ফলজ ও ভেষজ গাছ রোপণ করবে। বৃক্ষ রোপণের পাশাপাশি সংগঠনটি মানুষকে গাছের উপকারী দিক নিয়েও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আমলাহার ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ জ্যোতিষ চন্দ্র রায়, হৃদয়ে গ্রামবাংলা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শান্তি, নির্বাহী সদস্য আহসান হাবীব ও প্রমুখ উপস্থিত ছিলেন।
হৃদয়ে গ্রামবাংলা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শান্তি জানান, মুজিববর্ষ উপলক্ষে ও মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করতে দেশব্যাপী এই কর্মসূচি হাতে নিয়েছি। বৃক্ষ রোপণের পাশাপাশি আমরা পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের প্রয়োজনীয়তা মানুষের মাঝে তুলে ধরবো এবং সবাইকে বেশি বেশি গাছ লাগাতে অনুরোধ করবো।
বিডি প্রতিদিন/এমআই