২৪ জুন, ২০২১ ১১:৩৮

বরিশাল ও ঝালকাঠিতে ইউপি চেয়ারম্যান হলেন যারা

অনলাইন ডেস্ক

বরিশাল ও ঝালকাঠিতে ইউপি চেয়ারম্যান হলেন যারা

প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে গড়ে প্রায় ৬৫ শতাংশ ভোট পড়েছে। এ ভোটে আওয়ামী লীগের ১৪৮ জন ও স্বতন্ত্র প্রার্থী জেতেন ৪৯ জন। প্রথম ধাপের ভোটের ফলাফলের এ তথ্য জানান নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান। এর মধ্যে বরিশাল ও ঝালকাঠিতে ইউপি চেয়ারম্যান হয়েছেন যারা :

বরিশাল : বরিশাল জেলায় প্রথম ধাপে ৫০টি ইউপিতে নির্বাচন সম্পন্ন হয়েছে। দলীয় ও স্বতন্ত্র প্রতীক নিয়ে অনুষ্ঠিত এই নির্বাচনে বেশির ভাগ ইউনিয়নেই আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী ছিলেন একই দলের বিদ্রোহী প্রার্থী। বরিশালে ৫০টি ইউনিয়নের মধ্যে ৪১টি ইউনিয়নে নৌকা, তিনটিতে লাঙল, একটিতে হাতপাখা ও পাঁচটিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। 

বরিশাল সদর উপজেলার কাশিপুরে কামাল হোসেন মোল্লা ও চরবাড়িয়ায় মাহাতাব হোসেন এবং জাগুয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হেদায়াতুল্লাহ খান ও টুঙ্গিবাড়িয়ায় স্বতন্ত্র প্রার্থী নাদিরা রহমান বিজয়ী হয়েছেন। মেহেন্দিগঞ্জ উপজেলা সদর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দীন, ভাষানচরে নজরুল ইসলাম চুন্নু, হিজলা উপজেলার বড়জালিয়ায় এনায়েত হোসেন হাওলাদার, হরিনাথপুরে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ তৌফিকুর রহমান, গুয়াবাড়িয়ায় শাহজাহান তালুকদার ও মেমানিয়ায় স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দিন বিজয়ী হয়েছেন।

এছাড়া মুলাদী উপজেলার গাছুয়ায় জসিম উদ্দিন, কাজিরচরে মন্টু বিশ্বাস, সফিপুরে আবু মুসা, নাজিরপুরে মোস্তাফিজুর রহমান এবং চরকালেখানে লাঙল প্রতীক নিয়ে মিরাজুর ইসলাম, গৌরনদী উপজেলার শরিকলে ফারুক হোসেন মোল্লা, বানারীপাড়া উপজেলার চাখারায় মজিবুল ইসলাম টুকু ও বাইশারিতে শ্যামল চক্রবর্তী, উজিরপুর উপজেলার সাতলায় শাহীন হাওলাদার, বড়াকোঠায় সহিদুল ইসলাম, জল্লায় বেবী রানী দাস এবং ওটরায় এম এ খালেক বিজয়ী হয়েছেন।

বাবুগঞ্জ উপজেলার মাধবপাশায় লাঙল প্রতীকের সিদ্দিকুর রহমান, দেহেরগতিতে মশিউর রহমান, কেদারপুরে নুরে আলম ও বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগরে (আগরপুর) স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান খান আনারস প্রতীকে, বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুরে জাহিদুল হাসান, রঙ্গশ্রীতে বশির উদ্দিন, ভরপাশায় আশ্রাফুজ্জামান খান, কলসকাঠিতে ফয়সাল ওয়াহিদ, কবাইতে জহিরুল হক তালুকদার, নলুয়ায় আ স ম ফিরোজ আলম খান, ফরিদপুরে এস এম শফিকুর রহমান, দাঁড়িয়ালে সহিদুল ইসলাম হাওলাদার ও চরাদিতে মোহাম্মদ শফিকুল ইসলাম, গারুড়িয়ায় এস এম কাইউম খান লাঙল প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।

এর আগে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৪ জন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নির্বাচিত হয়েছেন। তারা হলেন- উজিরপুরের শোলকে আবদুল হালিম সরদার, মুলাদী সদরে কামরুল আহসান, গৌরনদীর নলচিড়াতে গোলাম হাফিজ মৃধা, মাহিলাড়ায় সৈকত গুহ পিকলু, খাঞ্জাপুরে নূর আলম সেরনিয়াবাত, বার্থীতে আবদুর রাজ্জাক, বাটাজোরে আবদুর রব হাওলাদার, চাদশীতে নজরুল ইসলাম, বানারীপাড়ায় বিশারকান্দিতে সাইফুল ইসলাম, ইলুহারে শহিদুল ইসলাম, সলিয়াবাকপুরে সিদ্দিকুর রহমান, বানারীপাড়া সদরে আবদুল জলিল ঘরামী, উদয়কাঠিতে রাহাদ আহম্মেদ ও বাকেরগঞ্জ উপজেলার দুধলে গোলাম মোর্শেদ।

ঝালকাঠি : ঝালকাঠি জেলার ৩১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩০টিতেই আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। শুধু একটি ইউপিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জয়ী হয়েছেন।

নির্বাচিতরা হলেন, ঝালকাঠি সদরের বিনয়কাঠিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী এ জে এম মঈন উদ্দিন, শেখেরহাটে আওয়ামী লীগ মনোনীত মো. নূরুল আমিন খান সুরুজ, গাবখান ধানসিঁড়িতে আওয়ামী লীগ মনোনীত মো. আবুল কালাম মাসুম, গাভারামচন্দ্রপুরে আওয়ামী লীগ মনোনীত মো. গোলাম মাওলা মাসুম শেরওয়ানী, নবগ্রামে আওয়ামী লীগ মনোনীত মো. মুজিবুরল হক আকন্দ, নথুল্লাবাদে আওয়ামী লীগ মনোনীত নজরুল ইসলাম জাহাঙ্গীর, বাসন্ডায় আওয়ামী লীগ মনোনীত মোবারক হোসেন মল্লিক, কেওড়ায় বিনাপ্রতিদ্বন্ধীতায় আওয়ামী লীগ মনোনীত মো. আবু সাইদ খান ও কীর্ত্তিপাশায় স্বতন্ত্র প্রার্থী আবদুর রহীম মিয়া।

নলছিটি উপজেলার রানাপাশায় আওয়ামী লীগ মনোনীত মো. শাহজাহান হাওলাদর, ভৈরবপাশায় আওয়ামী লীগ মনোনীত এ কে এম আবদুল হক, দপদপিয়ায় আওয়ামী লীগ মনোনীত সোহরাব হোসেন বাবুল মৃধা, সুবিদপুরে আওয়ামী লীগ মনোনীত মো. আ. গফফার খান, কুশঙ্গলে আওয়ামী লীগ মনোনীত মো. আলমগীর হোসেন, সিদ্ধকাঠিতে আওয়ামী লীগ মনোনীত জেসমিন আক্তার, মগরে আওয়ামী লীগ মনোনীত এনামুল হক শাহীন, মোল্লারহাটে আওয়ামী লীগ মনোনীত এ কে এম মাহাবুবুর রহমান, কুলকাঠিতে আওয়ামী লীগ মনোনীত এইচ এম আখতারুজ্জামান বাচ্চু, নাচনমহলে আওয়ামী লীগ মনোনীত বিনাপ্রতিদ্বন্ধীতায় সিরাজুল ইসলাম সেলিম।

রাজাপুর উপজেলার সদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত মো. নজরুল ইসলাম, সাতুরিয়ায় আওয়ামী লীগ মনোনীত সৈয়দ মইনুল হায়দার নিপু, বড়ইয়ায় আওয়ামী লীগ মনোনীত মো. সাহাব উদ্দিন হাওলাদার, মঠবাড়িতে আওয়ামী লীগ মনোনীত মো. শাহজালাল হাওলাদার, শুক্তাগড়ে আওয়ামী লীগ মনোনীত বিউটি সিকদার ও গালুয়ায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় গোলাম কিবরিয়া পারভেজ।

কাঁঠালিয়া উপজেলার সদর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত মো. মাহামুদুল হক নাহিদ, পাটিখালঘাটায় আওয়ামী লীগ মনোনীত শিশির দাস, চেঁচরীরামপুরে আওয়ামী লীগ মনোনীত মো. হারুন অর রশিদ, আমুয়ায় আওয়ামী লীগ মনোনীত মো. আমিরুল ইসলাম সিকদার, শৌলজালিয়ায় আওয়ামী লীগ মনোনীত মাহমুদ হোসেন রিপন ও আওড়াবুনিয়ায় আওয়ামী লীগ মনোনীত মো. মিঠু সিকদার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর