ফুটবল বিশ্বকাপে উপহার দেয়ার জন্য ৫০ কিলোমিটার দীর্ঘ ফ্রান্সের জাতীয় পতাকা তৈরি করছিলেন চাঁদপুরের রোজিনা আক্তার। পতাকা তৈরিতে ফ্রান্স সরকারের অনুমোদন থাকলেও গত ৮ মাস আগে নির্মিত ৩২ কিলোমিটার দীর্ঘ পতাকা জব্দ করে পুলিশ। দীর্ঘদিন পার হয়ে গেলেও এখনও তারা ফেরত পায়নি, সেই ৩২ কিলোমিটার দীর্ঘ ফ্রান্সের জাতীয় পতাকাটি। উল্টো স্থানীয় মেম্বার আলমগীর ও তার সহযোগীদের মামলা-হামলার শিকার হচ্ছেন পতাকা নির্মাতা রোজিনা আক্তারের পরিবার।
রবিবার দুপুরে চাঁদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ফ্রান্স প্রবাসী আলী নাজির মিজির স্ত্রী রোজিনা আক্তার এই অভিযোগ করেন।
তিনি জানান, দেশের সুনাম বৃদ্ধির জন্য আমরা ফ্রান্স এবং বাংলাদেশের অনুমতিক্রমে ৫০ কিলোমিটার দীর্ঘ পতাকা তৈরির উদ্যোগ নেই। কিন্তু স্থানীয় মেম্বারকে চাঁদা না দেয়ায় গত বছরের অক্টোবর মাসে তিনি পতাকাটি কেটে ফেলেন। পরে পুলিশ গিয়ে সেলাই মেশিনসহ নির্মিত ৩২ কিলোমিটার দীর্ঘ ফ্রান্সের জাতীয় পতাকাটি জব্দ করে থানায় নিয়ে আসে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন