বগুড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা এ্যাসপা’র উদ্যোগে ও গাক’র সহযোগিতায় মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার সোনাতলা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন।
এ সময় উপস্থিত ছিলেন এ্যাসপা’র নির্বাহী পরিচালক রেজাউল করিম, নির্বাহী সদস্য কাজী আজাহার আলী ও শারমিন খাতুন।
উল্লেখ্য, বেসরকারি উন্নয়ন সংস্থা এ্যাসপা ও গাক সোনাতলা উপজেলার বিভিন্ন স্থানে করোনা প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে ২ হাজার মাস্ক বিতরণ করবে।
বিডি প্রতিদিন/আবু জাফর