পিরোজপুরে লকডাউন না মানায় ২১ টি মামলা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসব মামলায় মোট ৬৪ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেনে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমৃত দেবনাথ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল এমরান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
পিরোজপুর সদর উপজেলায় ২১ টি মামলায় জরিমানা করার মধ্যে কাপড় ব্যবসায়ী ৪২ হাজার ৫০০, কসমেটিক্স ব্যবসায়ী ১৪ হাজার, জুয়েলারি ব্যবসায়ী ৮ হাজার এবং মাস্ক না থাকায় ৪ জনকে ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
পিরোজপুরে করোনায় আক্রান্ত হয়ে জেলা হাসপাতালে ২৪ জন এবং ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন রোগী ভর্তি হয়েছে। ইন্দুরকানীর চন্ডিপুরে করোনা আক্রান্ত হয়ে সেকেন্দার হাওলাদার নামে একজন মারা গেছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৩ জন আক্রান্ত হয়েছে। জেলায় মোট আক্রান্তের হার ৩৫ শতাংশ।
সিভিল সার্জন ডা. মো: হাসনাত ইফসুফ জাকী জানান, গত ২৪ ঘণ্টায় ১৯৩ টি স্যাম্পল পরীক্ষা করে ৬৩ জনকে পজেটিভ পাওয়া গেছে। জেলা হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ওয়ার্ডে ২৪ জন রোগী ভর্তি আছে।
বিডি প্রতিদিন/হিমেল