চলতি খরিপ-২ আমন মৌসুমে ভোলা জেলায় ৬ হাজার প্রান্তিক কৃষকের মাঝে উচ্চ ফলনশীল উপসি আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১টায় সদর উপজেলা কৃষি অফিস চত্বরে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা কৃষি কর্মকর্তা মোঃ এনায়েত উল্লাহ।
ভোলা সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান এর সভাপতপত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রিয়াজউদ্দিন, উপজেলা বীজ সংরক্ষণ কর্মকর্তা বশির আহমেদ প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠানে ভোলা সদর উপজেলার ১৩টি ইউনিয়ন ও ভোলা পৌরসভার ৮ শত কৃষকের মাঝে প্রণোদনা কার্যক্রমের মালামাল বিতরণ করা হয়। জেলার অন্যান্য উপজেলায়ও কৃষকদের মাঝে ধান ও সার বিতরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ