‘হটলাইনে ফোন করি, অক্সিজেন পৌঁছে যাবে আপনার বাড়ি’ এই শ্লোগানে বাগেরহাট-২ আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময়ের উদ্যোগে অক্সিজেন ব্যাংকের উদ্বোধন করা হয়েছে। প্রাথমিকভাবে ৫০টি সিলিন্ডার নিয়ে যাত্রা শুরু করেছে বাগেরহাট অক্সিজেন ব্যাংক।
হটলাইন নম্বর ০১৮৮৬৩০৫৩০৯-এ ফোন পেলেই বিনামূল্যে বাগেরহাট জেলা ছাত্রলীগের নেতাকর্মী ও স্বেচ্ছাসেবীরা রোগীদের বাড়িতে পৌঁছে দিচ্ছেন অক্সিজেন ভর্তি সিলিন্ডার। বৃহস্পতিবার সকালে বাগেরহাট পুরাতন কোর্ট মসজিদ এলাকায় ফিতা কেটে এই অক্সিজেন ব্যাংকের উদ্ধোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম।
বাগেরহাট অক্সিজেন ব্যাংকের উদ্ধোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাটের পুলিশ সুপার কে এম আরিফুল হক, সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভূইয়া হেমায়েত উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মোর্শারফ হোসেনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
বাগেরহাট সদর উপজেলার চেয়ারম্যান সরদার নাসির উদ্দীন বলেন, বাগেরহাট-২ আসনের এমপি শেখ তন্ময় বাগেরহাট অক্সিজেন ব্যাংক প্রতিষ্ঠা করেছেন। প্রাথমিকভাবে এখানে ৫০টি সিলিন্ডার রাখা হয়েছে। এর সংখ্যা প্রয়োজন অনুযায়ী আরো বাড়ানো হবে। জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে এই অক্সিজেন ব্যাংক পরিচালিত হবে।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, বাগেরহাট সদরের এমপি শেখ তন্ময় জেলার কোভিড পরিস্থিতিতে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন। তিনি রোগীদের কথা চিন্তা করে বাগেরহাট অক্সিজেন ব্যাংক প্রতিষ্ঠা করেছেন। ফলে জেলাবাসী অনেক উপকৃত হবে।
বিডি প্রতিদিন/এমআই