নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ৫ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে তহুরুল ইসলাম (২৫) নামক এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় বুধবার শিশুটির মা বাদী হয়ে গ্রেফতারকৃত ধর্ষক তহুরুল ইসলামকে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন।
গ্রেফতারকৃত ধর্ষক তহুরুল ইসলাম চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার রাধানগর বড় ডাবপুরের আব্দুল মান্নানের ছেলে ও ফতুল্লা থানার দেলপাড়ার টিনসেড বাড়ির ৩ নং রুমের ভাড়াটিয়া।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এস এম শামীম জানান, ধর্ষক তহুরুল ইসলামকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে এবং শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার