চুয়াডাঙ্গা জেলার সাংবাদিক আনোয়ার হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার বেলা ১১টায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি।
আনোয়ার হোসেন চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক প্রথম রাজধানী ও সাপ্তাহিক চুয়াডাঙ্গা দর্পণ পত্রিকার প্রকাশক ও সম্পাদক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিক আনোয়ার হোসেনের ছেলে রাশেদ আনোয়ার জানান, তার বাবা দীর্ঘদিন ধরে ফুসফুসের জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে চুয়াডাঙ্গার বাড়িতে এনে কুষ্টিয়ার এক চিকিৎসকের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল।
চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন জানান, চুয়াডাঙ্গার সাংবাদিকতার অঙ্গণে আনোয়ার হোসেন অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি বরাবরই লেখার মাধ্যমে অন্যায়ের প্রতিবাদ করেছেন।
বিডি প্রতিদিন/এমআই