করোনাকালে বাগেরহাটের মোংলা বন্দরে জাহাজে কর্মরত প্রায় ৪ হাজার শ্রমিক-কর্মচারীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার মোংলা বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ শিপিং এজেন্ট এসোসিয়েশন ও মোংলা বন্দর বার্থ এবং শীপ অপারেটর এসোসিয়েশনের আয়োজনে এ ত্রাণ বিতরণ করা হয়।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম মুসা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রমিক-কর্মচারীদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন।
বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি চিনি, ৩ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি লবণ, আধা কেজি সেমাই ও ১০০ গ্রাম দুধ।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মো. শাহিন আলম, পরিচালক (ট্রাফিক) মো. মোস্তফা কামাল, প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান, মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর এসোসিয়েশনের উপদেষ্টা শেখ আব্দুস সালাম, মিজানুর রহমান টিংকু, এস এম মোস্তাক মিঠু, এসোসিয়েশনের সহ-সভাপতি এম, এ বাতেন, সহ-সাধারণ সম্পাদক মোস্তফা জেসান ভুট্টু, মোংলা বন্দর ব্যবহারকারীসহ শ্রমিক-কর্মচারী সংঘের সভাপতি বাবু কালিপদ গুপ্ত ও সাধারণ সম্পাদক ওমর ফারুক সেন্টু।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন