নোয়াখালী জেলার সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নসহ বিভিন্ন গ্রামের হতদরিদ্র জেলেদের পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম। বৃহস্পতিবার দুপুরে তিনি অশ্বাদিয়া ইউনিয়নের অবহেলিত ৭০০ জেলে পরিবারের কাছে এ মানবিক সহায়তার ত্রাণ বিতরণ করেন। মানবিক সহায়তা সহায়তা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা। মানবিক সহায়তা বিতরণকালে অন্যরকম এক পরিবেশ তৈরি হয়। সবার চোখে মুখে ছিল স্বস্থির হাসি।
জেলে পরিবারের নারী-পুরষ সদস্যদের অংশগ্রহণ ছিল সকলেই স্বতঃস্ফূর্ত। সকলেই সারিবদ্ধ হয়ে স্বাস্থ্যবিধি মেনে সুশৃঙ্খলভাবে মানবিক সহায়তা গ্রহণ করেন। মানবিক সহায়তার মধ্যে ছিল ১০ কেজি চাল, দুই লিটার তেল, এক কেজি ডাল, এক কেজি লবণ, হলুদের ও মরিচের গুড়ো সম্বলিত প্যাকেট। জেলা প্রশাসকের পৃষ্ঠপোষকতা ও সদর উপজেলা প্রশাসনের মাধ্যমে সহায়তা দেয়া হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদুল আলম বলেন, করোনা বৈশ্বিক মহামারি। মহামারিতে অনেক মধ্যবিত্ত পরিবারও নানাভাবে অর্থনৈতিক সমস্যা-সকটের মুখে পড়েছেন। তাই বর্তমান অবহেলিত নানা শ্রেণী-পেশার মানুষদের মানবিক সহায়তার উদ্যোগ নিয়েছে। এরই ধারাবাহিকতায় আজ জেলে সম্প্রদায়ের ৭০০ পরিবারের কাছে সহায়তা পৌঁছে দেয়া হল। এ কার্যক্রম অব্যাহত থাকবে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা বলেন, নানা কারণ ও বাস্তবতার নিরিখে প্রত্যন্ত অঞ্চলের মানুষ নাগরিক সুবিধা বঞ্চিত। আজ আমরা প্রত্যন্ত অঞ্চলের জেলে পরিবারের কাছে মানবিক সহায়তা পৌঁছে দিয়েছি। জেলা প্রশাসক মহোদয়ের আন্তরিক প্রচেষ্টায় কাজটি করা সম্ভব হয়েছে।
মানবিক সহায়তা বিতরণকালে উপস্থিত ছিলেন নোয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম শামসুদ্দিন জেহান, নোয়াখালী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা সুলতানাসহ অন্যান্যরা।
বিডি প্রতিদিন/আল আমীন