মৌলভীবাজার শহরে আসা ২১ রোহিঙ্গা শরণার্থীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
তাৎক্ষনিক তাদের নাম ও পরিচয় পাওয়া যায়নি। মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রোহিঙ্গারা জানিয়েছে, তারা কুলাউড়া উপজেলার পৃত্থিমপাশা সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। সেখান থেকে সিএনজি চালিত অটোরিকশায় মৌলভীবাজারে আসে। তারা নোয়াখালীর ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছিলো। সে উদ্দেশ্যে তারা মৌলভীবাজার বাসস্ট্যান্ডে পরিবহনের অপেক্ষা করছিলো।
মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান বলেন, আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদের পরে বিস্তারিত জানা যাবে। এদের মধ্যে ৪ জন মেয়ে শিশু ও ৩ জন ছেলে শিশু রয়েছে। বাকি ৮ জন নারী ও ৬ জন পুরুষ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত