পঞ্চগড়ের বোদা উপজেলায় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় এজাজুল হক ভেলকু (৪২) নামে এক পথচারী নিহত হয়েছেন। নিহত এজাজুল হক ভেলকু সরদার পাড়া এলাকার মৃত সজিম উদ্দীনের ছেলে। বুধবার (২১ জুলাই) দিবাগত রাতে উপজেলার বোদা-দেবীগঞ্জ সড়কের সরদার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সরদার পাড়া এলাকার ভেলকু নামে ওই ব্যক্তি বোদা-দেবীগঞ্জ সড়কের পাশে দাঁড়িয়েছিলেন। এসময় সাকোয়া থেকে বোদাগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি সড়কের পাশে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মামনুর রশিদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত