২৭ জুলাই, ২০২১ ১৪:২৭

চাঁপাইনবাবগঞ্জে ঢিলেঢালা লকডাউন চলছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে ঢিলেঢালা লকডাউন চলছে

বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ জেলায় ঢিলেঢালাভাবে লকডাউন চলছে। করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত লকডাউনের কারণে চাঁপাইনবাবগঞ্জে মার্কেট, শপিংমল, দোকানপাটসহ সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকলেও মানুষজন বিভিন্ন অজুহাতে রিকসা, অটোরিকসা, মোটরসাইকেল ও অটোভ্যানে যাতায়াত করছে। 

এছাড়াও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মাস্ক ছাড়াই মানুষজন বিভিন্ন অজুহাতে রাস্তায় বের হচ্ছে। আজ মঙ্গলবার সকাল থেকে সাইকেল, মোটরসাইল, রিকসা ও অটোরিকসা চলাচল করতে দেখা গেছে। এমনকি শহরের বিশ্বরোড এলাকা থেকে ব্যাটারিচালিত অটোরিকসা চালকদের রাজশাহী, শিবগঞ্জ, নাচোল, ভোলাহাট ও গোমস্তাপুরসহ বিভিন্ন দূরপাল্লার যাত্রীদের বহন করতে দেখা গেছে। আদায় করা হচ্ছে দ্বিগুন ভাড়া।

শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশের উপস্থিতি কম থাকায় এ সকল যানবাহন অবাধে চলাচল করছে বলে অনেকেই অভিযোগ করেছেন। অন্যদিকে, শহরের বিভিন্ন অলিগলিতে দোকানপাটও খুলতে দেখা গেছে। তবে শহরে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী ও র‌্যাবের টহল অব্যাহত রয়েছে এবং জেলার বিভিন্ন স্থানে ‌‌‌ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। কিন্তু তারপরও মানুষ সচেতন হচ্ছে না।

 

বিডি প্রতিদিন / অন্তরা কবির 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর