নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ প্ল্যান্টের উদ্বোধন করা হয়েছে। ওই অনুষ্ঠানে নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল যোগ দেন।
বুধবার বেলা ১১টায় প্রধান অতিথি থেকে তিনি এই প্ল্যান্টের উদ্বোধন করেন। ৩১ শয্যার (৫০ শয্যায় উন্নীতের কাজ চলমান) হাসপাতালে করোনার অতিমারিতে রোগীদের নিরবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহের লক্ষ্যে তার নিজস্ব তহবিল, উপজেলা পরিষদ ও স্থানীয়দের আর্থিক সহযোগিতায় এই প্ল্যান্ট স্থাপন করা হয়।
দশটি সিলিন্ডারে ৯ হাজার ৫০০ লিটার অক্সিজেন ধারন ক্ষমতার এই প্ল্যান্ট থেকে সরাসরি একযোগে ১৫ জন রোগীকে নিরবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহের ব্যবস্থা রয়েছে। এর ফলে কোভিড রোগীরা স্থানীয় হাসপাতালেই অক্সিজেন সেবা পাবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রতন কুমার সাহার সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম বকুল, ইউএনও প্রিয়াংকা দেবী পাল, আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদুজ্জামান, ওসি সিরাজুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন