শিরোনাম
১ আগস্ট, ২০২১ ১৮:২০

লঞ্চ চলাচল শুরু হওয়ায় কমেছে ভোগান্তি

মাদারীপুর প্রতিনিধি

লঞ্চ চলাচল শুরু হওয়ায় কমেছে ভোগান্তি

লঞ্চ চলাচল শুরু হওয়ায় কমেছে ভোগান্তি

মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ঘাটে রবিবার সকালেও যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। তবে লঞ্চ চলাচল শুরু হওয়ায় এই নৌরুটের যাত্রীদের ভোগান্তি কমেছে কিছুটা। অন্যদিকে, সড়ক পথের নানা ভোগান্তি মাথায় নিয়েই কর্মস্থালে যাচ্ছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের হাজারও যাত্রী। 

তবে প্রথমে দুপুর ১২টার পর লঞ্চ চলাচল বন্ধ হয়ে যাওয়ার নির্দেশনা থাকায় লঞ্চে উঠতে না পারা যাত্রীদের ভিড় দেখা যায়। এদিকে অতিরিক্ত যাত্রী বহনের অভিযোগে জরিমানা করায় লঞ্চ মালিক সমিতি এক ঘণ্টা লঞ্চ চলাচল বন্ধ রাখে। পরে দুপুরে অনির্দিষ্টকাল পর্যন্ত লঞ্চ চালু রাখার সরকারি ঘোষণা আসায় রবিবার দুপুর ১২টা থেকে আবার লঞ্চ চলাচল শুরু হয়। তবে লঞ্চ মালিক সমিতি সূত্র জানা যায়, রবিবার রাত ১০টা পর্যন্ত লঞ্চ চলবে।

রবিবার দুপুর ২টায় বাংলাবাজার ফেরিঘাটেও যাত্রী এবং যানবাহনের ভিড় দেখা গেছে। তবে সকালের তুলনায় যাত্রী সংখ্যা কিছুটা কমেছে দুপুরে।

বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, গত শনিবার (৩১ জুলাই) থেকেই নৌরুটে যাত্রীদের ঢল নামে। সারাদিনে ফেরিতে হাজার হাজার মানুষ পদ্মা নদী পার হন। যাত্রীদের বিষয়টি মাথায় রেখে ভোর থেকে লঞ্চ চালু হলে ফেরিতে কিছুটা চাপ কমে। তবে যাত্রীর সংখ্যা মাত্রাতিরিক্ত হওয়ায় লঞ্চ এবং ফেরিতে বাড়তি চাপ তৈরি হয়েছে। নৌরুটে বর্তমানে ১০টি ফেরি চলাচল করছে। শনিবারের তুলনায় রবিবারের যাত্রীদের চাপ তুলনামূলক কম।

বিআইডব্লিউটিএ'র বাংলাবাজার লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, সকাল থেকেই ঢাকাগামী যাত্রীদের ভিড় রয়েছে ঘাটে। নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী লঞ্চে পার করা হচ্ছে। যাত্রীদের মাস্ক পড়া নিশ্চিত করতে মাইকিংও করা হচ্ছে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর