ভালুকায় পূর্বপরিকল্পিত ভাবে কুপিয়ে ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের দুই পা দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলার চাঞ্চল্যকর ঘটনায় সংবাদ সম্মেলন করে ক্ষোভ প্রকাশ করেছেন তার ছেলে তৌফিকুর রাজ্জাক।
রবিবার সকালে উপজেলার কাঠালিস্থ আর্টি কম্পোজিটের হল রুমে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ধোপাজান খালটি উদ্ধারের আবেদন করাটাই আমার বাবার জন্য ‘কাল’ হল। খালটি অবৈধ ভাবে দখল করে ফেলায় উজানের পানিসহ আমাদের মিলের বর্জ্য ও পানি নিষ্কাশনে চরম প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল।
স্থানীয় বাসিন্দা মজিব হোসেন ও বিল্লাল হোসেন উপজেলা সহকারী কমিশনার ভূমি বরাবর একটি আবেদন করেন।
ময়মনসিংহের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের আদালতের আদেশ প্রাপ্ত হয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইন উদ্দিন তাঁর লিখিত প্রতিবেদনে উল্লেখ করেন সরকারি ধোপাঝান খাল ও ২৬৮নং দাগের কিছু জমি অবৈধ দখলে থাকায় খালটি তার গতিপথ পরিবর্তন করে ২৬৮নং দাগে প্রবাহিত হচ্ছে।
প্রসঙ্গত, গত ১৪ জুলাই আর্টি ডাইং মিলের এমডি আব্দুর রাজ্জাকের দুই পা দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলে। তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধিন রয়েছেন। এ ঘটনার মামলায় পুুলিশ ও র্যাবের অভিযানে ৭ জন আসামি গ্রেফতার হয়ে জেল হাজতে রয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন